আর্থিক অনুদান বিতরণে মানবতার দৃষ্টান্ত স্থাপন: রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল ট্রাস্ট

অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর এক মহতী উদ্যোগে এগিয়ে এসেছে রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল ট্রাস্ট। সম্প্রতি ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয় সমাজের অভাবগ্রস্ত এবং অসহায় মানুষের মাঝে, যা মানবিক সহায়তার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মানবতার সেবায় নিবেদিত উদ্যোগ

এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক জনাব কাজী শহীদন উদ্দিন। তিনি নিজ হাতে আর্থিক অনুদানগুলো বিতরণ করেন এবং অসহায় মানুষদের সাথে কথা বলে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। তাঁর এই মানবিক দৃষ্টিভঙ্গি উপস্থিত সবার মন জয় করে নেয়।

contact us

Phone

+61 423 237 572
email

info.shampur@gmail.com
location

Sydney, Australia